Thursday 6 September 2018

ঢাংঢিংগুড়িতে কন্যাশ্রী ক্লাব অরনীর পক্ষ থেকে মশা বিরোধী মিছিল।

06/09/2018 ঢাংঢিংগুড়ি,কোচবিহার।
কুচবিহারের ঢাংঢিংগুড়ি অঞ্চলে ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী ক্লাব "অরণী" এর ব্যবস্থাপনায় আজ ঢাংঢিংগুড়িতে মশা বাহিত রোগ জীবাণুর বিরুদ্ধে সচেতনতা মূলক একটি মিছিল বের হয়।এই মিছিল স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার এলাকা পরিক্রমা করে।
মশাবাহিত বিভিন্ন রোগ জীবানু থেকে সাধারন মানুষ কিভাবে বাঁচতে পারবে সেই সম্পর্কে বিভিন্ন স্লোগান তোলে বিদ্যালয়ের কন্যাশ্রীরা।
বিদ্যালয়ের শিক্ষক গৌরব দত্ত মহাশয় জানান যে বর্তমানে বর্ষাকালে মশা বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে সেই সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এই সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়।অনেক ছাত্রী এবং শিক্ষকরা এই মিছিলে অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment