Sunday 29 October 2017

বিভিন্ন জলপ্রপাত সম্পর্কে জানুন।

১) অথিরাপপিল্লী জলপ্রপাত — কেরালা — ২৫ মিটার — চালাকুড়ি নদী।
২) বরকনা জলপ্রপাত — কর্নাটক — ২৫৯ মিটার — সীতা নদী।
৩) বাহুতি জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ১৪২ মিটার — ওদ্দা নদী।
৪) চাচাই জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ১৩০ মিটার — বিহাড় নদী।
৫) চিত্রকূট জলপ্রপাত — ছত্তিশগড় — ২৯ মিটার — ইন্দ্রাবতী নদী।
৬) ধুঁয়াধার জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ৩০ মিটার — নর্মদা নদী।
৭) দুধসাগর জলপ্রপাত — গোয়া & কর্নাটক — ৩১০ মিটার — মান্ডবী নদী।
৮) দশম জলপ্রপাত — ঝাড়খন্ড — ৪৪ মিটার — কাঞ্চি নদী।
৯) ইথিপোথালা জলপ্রপাত — অন্ধ্রপ্রদেশ — ২১ মিটার — চন্দ্রবঙ্কা নদী।
১০) গোকাক জলপ্রপাত — কর্ণাটক — ৫২ মিটার — ঘাটপ্রভা নদী।
১১) হোগেনাক্কাল জলপ্রপাত — তামিলনাড়ু — ২০ মিটার — কাবেরী নদী।
১২) হুড্রু জলপ্রপাত — ঝাড়খন্ড — ৯৮ মিটার — সুবর্ণরেখা নদী।
১৩) যোগ/গেরসোপ্পা জলপ্রপাত — কর্নাটক — ২৫৩ মিটার — শরাবতী নদী।
১৪) জোনহা জলপ্রপাত — ঝাড়খন্ড — ৪৩ মিটার — গুঙ্গা নদী।
১৫) কাঞ্চিকুল জলপ্রপাত — কর্নাটক — ৪৫৫ মিটার — ভারহি নদী।
১৬) কুনে জলপ্রপাত — মহারাষ্ট্র — ২০০ মিটার —
১৭) লোধ/বুরহাঘাট জলপ্রপাত — ঝাড়খন্ড — ১৪৩ মিটার — বুরহা নদী।
১৮) মাগোদ জলপ্রপাত — কর্নাটক — ২০০ মিটার — বেদতি নদী।
১৯) মিনমুট্টি জলপ্রপাত — কেরালা — ৩০০ মিটার —
২০) নোহ্কালিকাই জলপ্রপাত — মেঘালয় — ৩৪০ মিটার —
২১) নোহ্সনগিথিয়াং জলপ্রপাত — মেঘালয় — ৩১৫ মিটার —
২২) শিবসমুদ্রম জলপ্রপাত — কর্নাটক — ৯৮ মিটার — কাবেরী নদী।
২৩) থালাইয়ার জলপ্রপাত — তামিলনাড়ু — ২৯৭ মিটার — মঞ্জালর নদী।
২৪) থোসেঘর জলপ্রপাত — মহারাষ্ট্র — ৩৫০ মিটার — **
২৫) তীরথগড় জলপ্রপাত — ছত্তিশগড় — ৯১ মিটার — কাঙ্গের নদী।
২৬) উনচল্লি জলপ্রপাত — কর্নাটক — ১১৬ মিটার — আগহনাসিনি নদী।
২৭) ভাজরাই জলপ্রপাত — মহারাষ্ট্র — ২৬০ মিটার — উর্মোদি নদী।
২৮) ভাঝাচল জলপ্রপাত — কেরালা — ১২০ মিটার — চালাকুড়ি নদী।
২৯) ভানতাওয়াং জলপ্রপাত — মিজোরাম — ২৩০ মিটার — লাউ নদী।
৩০) বসুধারা জলপ্রপাত — উত্তরাখন্ড — ১২২

Saturday 28 October 2017

পদার্থ বিজ্ঞানের জেনারেল নলেজ।

=========
পদার্থ বিজ্ঞান
=========
১। পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু ।
২। পদার্থের স্থায়ী মূল কণিকা –
ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
৩। তেজস্ক্রিয় রশ্মিতে থাকে –
আলফা, বিটা ও গামা কনিকা ।
৪। পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও
পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান ।
৫। পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর
আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল ।
৬।বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ক্যালরি।
৭। ০ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড ।
৮। সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ
লাল দেখায় – লাল আলোর
তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
৯। সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি –
সৌর রশ্মি ।
১০। পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা
ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের
জন্য ।
১১।প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
১২। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় –
কালো রংয়ের কাপে (কালো
রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
১৩। চা দেরীতে ঠান্ডা হয় – সাদা
রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ
শোষণ ক্ষমতা কম)।
১৪। শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন
মাধ্যমে ।
১৫। শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয়
মাধ্যমে ।
১৬। তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল ।
১৭। ৪ডিগ্রি সে: তাপমাত্রায় জলের ঘনত্ব – সর্বোচ্চ ।
১৮। ইউরেনিয়াম, নেপচুনিয়াম
প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয়
পদার্থ ।
১৯। রাবারের স্থিতিস্থাপকতা কম
এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
২০। উন্নত ধরণের বিস্ফোরোক (ডিনামাইট) আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল ।
২১। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
– ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
২২। পীট কয়লা – ভিজা ও নরম ।
২৩। তাপ আটকা পড়ে তাপমাত্রা
বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট।
২৪। পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি
করাকে বলে – ফিউশন বিক্রিয়া ।
২৫। বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ ।
২৬। লোহার উপর দস্তার প্রলেপ
দেয়াকে বলে – গ্যালভানাইজিং ।
২৭। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় ।
২৮। জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে ।
২৯। জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায়
থাকতে পারে ।
৩০। বৈদুতিক বাল্বের ফিলামেন্ট
তৈরী – টাংস্টেন দিয়ে ।
৩১। CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
ধ্বংস করে – ওজন স্তর ।
৩২। ডুবোজাহাজ হতে জলের উপরে
দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
৩৩। ব্যাটারি হতে পাওয়া যায় –
ডিসি কারেন্ট ।
৩৪। সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা ।
৩৫। পারমাণবিক চুল্লিতে মডারেটর
হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
৩৬। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে –
সুপারসনিক বিমান ।
৩৭। বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি
– ৩x১০ ১০ সে. মি. ।
৩৮। কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট –
চুম্বক পদার্থ ।
৩৯। আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে –
দর্পনে ।
৪০। স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ।
৪১। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস,
কয়লা ইত্যাদি – জীবাস্ম
জালানি ।
৪২। জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
৪৩। এক্সরে এর একক – রনজেন ।
৪৪। তেজস্ক্রীয়তার একক কুরি ও এর
আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
৪৫। রেডিয়াম আবিস্কার করেন –
মাদাম কুরি ।
৪৬। পারমাণবিক বোমা উৎপন্ন হয় –
ফিশন পদ্ধতিতে ।
৪৭। হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় –
ফিউশন পদ্ধতিতে ।
৪৮। পারমানবিক ওজন = প্রোটন ও
নিউট্রনের ওজন ।
৪৯। প্লবতা সূত্র আবিস্কার করেন –
আর্কিমিডিস ।
৫০। দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন –
গ্যালিলিও ।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের নাম।

*****প্রতিষ্ঠানের নাম ঃ প্রতিষ্ঠাতার নাম ****
তত্ববোধিনী সভা ঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
স্কুল বুক সোসাইটি ঃ ডেভিড হেয়ার ও রামমোহন রায়
আত্মীয় সভা ঃ রামমোহন রায়
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান ঃ হেনরি ভিভিয়ান ডিরজিও
নববিধান ব্রাহ্মসমাজ ঃ কেশব চন্দ্র সেন
ব্রাহ্ম সভা ঃ রামমোহন রায়
আর্য সমাজ ঃ দয়ানন্দ সরস্বতী
প্রার্থনা সমাজ ঃ আত্মারাম পান্ডুরাম
ভারত সভা ঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ডন সোসাইটি ঃ সতীশ্চন্দ্র মুখোপাধ্যায়
অনুশীলন সমিতি ঃ সতীশচন্দ্র বসু
আজাদ হিন্দ সঙ্ঘ ঃ রাসবিহারী বসু
স্বরাজ দল ঃ চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু
হোমরুল লীগ ঃ অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তীলক
ফরোয়ার্ড ব্লক ঃ সুভাষচন্দ্র বসু
মুসলিম লীগ ঃ নবাব সলিমুল্লাহ
কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ঃ পন্ডিত মদনমোহন মালব্য
গদর দল ঃ লালা হরদয়াল
ভারতের স্বাধীনতা সমিতি ঃ লালা হরদয়াল
মিত্রমেলা ও অভিনব ভারত ঃ বিনায়ক দামোদর সাভারকার
ভারতীয় হোমরুল সোসাইটি ঃ শ্যামাজী কৃষ্ণবর্মা
ফ্রী ইন্ডিয়া সোসাইটি ঃ ভিখাজী রুস্তম কামা
আলিগড় বিশ্ববিদ্যালয় ঃ স্যার সৈয়দ আহমেদ
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশান ঃ দাদাভাই নৌরজী
জাতীয় কংগ্রেস ঃ অ্যালান অক্টোভিয়ান হিউম
ফোর্ট উইলিয়াম কলেজ ঃ লর্ড ওয়েলেসলী
..............................................................

আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিগত বছরগুলিতে WBCS এ এসেছে।

আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন:

1• কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)

উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2•লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)

উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী

3•কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)

উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি

5•গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)

উঃ-সমুদ্রগুপ্ত

6•কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)

উঃ-রাজা রামমোহন রায়

7•কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)

উঃ-বিন্দুসার

8•”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)

উঃ-বিদ্যাসাগর

9•”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)★★

উঃ-মাদাম কামা

10•ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)

উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

11•”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)

উঃ – আমির খসরু

12•”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)

উঃ-আব্দুল গফফর খাঁন

13•মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)

উঃ-ঔরঙ্গজেব

14•”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)

উঃ-পেদ্দন

15•সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)

উঃ-ইলতুৎমিস

16•”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)

উঃ- জি ভি জোশি

17• কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)

উঃ-লর্ড লিটন

18•”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)

উঃ- রাজা রামমোহন রায়

19•”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)

উঃ-দাদাভাই নৌরজী

20•”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)

উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী

21•”ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)

উঃ-ক্রিপস্ মিশন

22•”সব লাল হো জায়েগা “-কার উক্তি?(WBCS-2004,2013)

উঃ-রঞ্জিত সিং

23•”স্বরাজ আমার জন্মগত অধিকার ” কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)

উঃ- বাল গঙ্গাধর তিলক

24•কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে “?(WBCS-2011)

উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী

25•”আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি?(WBCS-2008)

উঃ- স্বামী বিবেকানন্দ

26•”বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান ” কে লিখেছিলেন?(WBCS-2008)

উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

27•”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- বলেছিলেন?(WBCS-2007)

উঃ-লর্ড কার্জন

28•”We shall make the settled fact unsettled” কার উক্তি ?(WBCS-2006)

উঃ –সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

29•”আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন?(WBCS-2006)

উঃ-লর্ড রিপন

30•”আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী ” -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)

উঃ-অরবিন্দ ঘোষ

31•”শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় ” উক্তিটি কার ?(WBCS-2005)

উঃ- সি আর দাস

32•”মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই ” -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)

উঃ-মুকুন্দ দাস

33•”We have nothing to fear but fear itself” উক্তিটি কার?(WBCS-2005)

উঃ-জওহরলাল নেহেরু

34•”রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো “সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)

উঃ-কবির

35•দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন ” কে বলেছেন ?(WBCS-2004)

উঃ- ভিনসেন্ট ‌‌Smith

36•”পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে “-এটি কার উক্তি?(WBCS-2002)

উঃ-প্রথম বাজীরাও

37•1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)

উঃ-বিনায়ক দামোদর সাভারকর

38•আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন?(WBCS-2001)

উঃ-অশ্বিনী কুমার দত্ত

39•”Let a hundred flowers bloom” উক্তিটি কার?(WBCS-2001)

উঃ-মাও সে তুং

40•”স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?(WBCS-2005)

উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়.
বিভিন্ন পড়াশুনার বিষয় জানতে আমার ব্লগটি ফলো করে রাখুন অথবা বুকমার্ক করুন।

ভারতের কিছু বিখ্যাত নদীর নাম,উৎস,দৈর্ঘ্য ও পতন ।

নদীর নাম---উৎস,দৈর্ঘ্য (কিমি),পতন :
♦গঙ্গা= গঙ্গোত্রী হিমবাহ= ২৫২৫= বঙ্গোপসাগর
♦গোদাবরী= ত্রিম্বক পর্বত =১৪০০= বঙ্গোপসাগর
♦কাবেরী= ব্রহ্মগিরি শৃঙ্গ =৮০৫ =বঙ্গোপসাগর
♦মহানদী=সিয়াওয়ারা উচ্চভূমি =৮০০=বঙ্গোপসাগর
♦তাপ্তী = মহাদেব পর্বত =৭২৫ =কাম্বে উপসাগর
♦নর্মদা =অমরকন্টক শৃঙ্গ = ১৩০০= কাম্বে উপসাগর
♦ব্রহ্মপুত্র =চেমায়ুংদুং হিমবাহ =২৭০০ =বঙ্গোপসাগর
♦কৃষ্ণা =মহাবালেশ্বর শৃঙ্গ = ১২৯০ = বঙ্গোপসাগর
♦সিন্ধু=সিন-কা-কাব উষ্ণপ্রস্রবণ=২৮০০=আরব সাগর
♦লুনী =আনাসাগর =৪৫০ =কচ্ছের রণ
♦সুবর্ণরেখা=ছোটনাগপুর মালভূমি=৪৭৭ বঙ্গোপসাগর
♦ব্রাহ্মণী =ছোটনাগপুর মালভূমি=৭৫০= বঙ্গোপসাগর
♦বৈতরণী = ছোটনাগপুর =৩৬৫ =বঙ্গোপসাগর
♦বিতস্তা বা ঝিলাম == কাশ্মীরের ভেনিনাগ পাহাড় থেকে ==৪০০ == চেনাব নদী
♦ভাইগাই = পালনা পর্বত == ২৫৮ = পক উপসাগর
♦মাহী= বিন্ধ্য পর্বত = ৩৮২ = কাম্বে উপসাগর
♦সবরমতী = আরাবল্লী = ৪১৬ = খাম্বাত উপসাগর
♦কর্ণফুলি = মিজোরাম =১৪৪ = বঙ্গোপসাগর
♦বিপাশা = রোটাং গিরিদার = ৪৬০ =শতদ্রূ নদী
♦ধানসিঁড়ি =নাগা পাহাড় = ৩৫৪ = ব্রহ্মপুত্র
♦ভীমা =পশ্চিমঘাট পর্বত= ৮৬১= কৃষ্ণা
♦শতদ্রূ =দরমা গিরিধার = ১০৫০ = সিন্ধুর উপনদী
♦দামোদর= খামারপোত শৃঙ্গ =৫৪১ = হুগলী নদী
♦ময়ূরাক্ষী -সাঁওতাল-পরগনা মালভূমি ২৪১- ভাগীরথী
♦তিস্তা =পয়োহুনরি হিমবাহ = ৩০৯ = ব্রহ্মপুত্র
♦জলঢাকা = সিকিমের হিমালয় = ১৮৬ = ব্রহ্মপুত্র
♦তুঙ্গভদ্রা = পশ্চিমঘাট পর্বত = ৫৩১ = কৃষ্ণা

বিভিন্ন দেশের উপনাম।

বিশ্বের আরও কিছু ভৌগলিক উপনাম।

সূর্যোদয়ের দেশ হলঃ- জাপান
নিষিদ্ধ দেশ হলঃ- তিব্বত
নিষিদ্ধ নগরীর দেশ হলঃ- লাসা
মুক্তার দ্বীপ হলঃ- বাহরাইন
সমুদ্রের বধু হলঃ-গ্রেট বিটেন
নিশীথ সূর্য্যের দেশ হলঃ-নরওয়ে
সাদা হাতির দেশ হলঃ- থাইল্যান্ড
বাজারের শহর হলঃ- কায়রো
নীল নদের দেশ হলঃ- মিশর
আগুনের দ্বীপ হলঃ- আইসল্যান্ড
প্রাচ্যের ডান্ডি হলঃ- নারায়ণগঞ্জ
বজ্রপাতের দেশ হলঃ- ভূটান
সোনালী তোরণের শহর হলঃ- সানফ্রান্সিসকো
ইউরোপের ককপিট হলঃ- বেলজিয়াম
স্কাই স্ক্রাপার্সের শহর হলঃ- নিউইয়র্ক
ব্রিটেনের বাগান হলঃ- কেন্ট (ইংল্যান্ড)
মসজিদের শহর হলঃ- ঢাকা
সাদা শহর হলঃ- বেলগ্রেড (যুগোস্লাভিয়া)
মুক্তার দেশ হলঃ- কিউবা
বাতাসের শহর হলঃ- শিকাগো
হাজার দ্বীপের দেশ হলঃ- ফিনল্যান্ড
মন্দিরের শহর হলঃ- বেনারস
মরুভুমির দেশ হলঃ- আফ্রিকা
নীরব শহর হলঃ- রোম
পবিত্র ভুমি হলঃ- প্যালেস্টাইন
ভূমিকম্পের দেশ হলঃ- জাপান
সাত পাহাড়ের শহর হলঃ- রোম
দক্ষিণের গ্রেট ব্রিটেন হলঃ- নিউজিল্যান্ড
প্রাচ্যের গ্রেট ব্রিটেন হলঃ- জাপান
শ্বেতাঙ্গদের কবরস্থান হলঃ- গিনিকোস্ট
পান্না দ্বীপ হলঃ- আয়ারল্যান্ড
চির সবুজের দেশ হলঃ- নাটাল
পোপের শহর হলঃ- রোম
উত্তরের ভেনিস হলঃ- স্টকহোম
স্বর্ণ নগরী হলঃ- জোহনেসবার্গ
ল্যান্ড অব মার্বেল হলঃ- ইটালি
পবিত্র পাহাড় হলঃ- ফুজিয়ামা (জাপান)
গোলাপি শহর হলঃ- রাজস্থান (ভারত)
দ্বীপের নগরী হলঃ- ভেনিস
আফ্রিকার সিংহ হলঃ- ইথিওপিয়া
সকাল বেলার শান্তি হলঃ- কোরিয়া
ইউরোপের রণক্ষেত্র হলঃ- বেলজিয়াম
চির বসন্তের নগরী হলঃ- কিটো (দ. আমেরিকা)
চীনের দুঃখ হলঃ হলঃ- হোয়াংহো নদী
ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার হলঃ- জিব্রাল্টার
ম্যাপল পাতার দেশ হলঃ- কানাডা
দক্ষিণের রাণী হলঃ- সিডনি
প্রাচ্যের ভেনিস হলঃ- ব্যাংকক.

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব- ১২২ টি প্রশ্ন এক নজরে দেখে নিন।

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব- ১২২ টি প্রশ্ন এক নজরে দেখে নিন।
১। মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়
—পঞ্চম থেকে দশম শ্রেণী।
২। ব্রেইল লেখা হয়—৬ টি বিন্দু দিয়ে।
৩। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ, তা হল
—গণিত।
৪। “ভগবান হল সত্য এবং সত্যই
ভগবান”— গান্ধীজী।
৫। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন
— 1911 সালে।
৬। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন–
বিদ্যাসাগর।
৭। নঈ তালিম শিক্ষার অপর নাম হল—
বুনিয়াদী শিক্ষা।
৮। কোঠারী কমিশনে মোট সদস্য
ছিলেন–17 জন।
৯। কোঠারী কমিশন গঠিত হয় যার
উদ্যোগে, তিনি হলেন– এম. সি. চাওলা।
১০। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন
হল—রাধাকৃষ্ণণ কমিশন (১৯৪৮-৪৯)।
১১। মুদালিয়ার কমিশন গঠিত হয় -
1952-53 সালে।
১২। ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন’-
ডিউই।
১৩। একটি সমাজের সার্বিক জীবনধারার
রূপ হল—সংস্কৃতি।
১৪। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা
হলেন—রুশো।
১৫। শিক্ষামনোবিজ্ঞান হল—
মনোবিজ্ঞানের ফলিত শাখা।
১৬। মনোবিজ্ঞানকে ‘আত্মার বিজ্ঞান’
বলে উল্লেখ করেছেন— অ্যারিস্ট্রটল।
১৭। “আগ্রহ একধরনের গতিশীল মানসিক
প্রবণতা”—এই মতের প্রবক্তা হলেন—
ড্রেভার।
১৮। “বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার
ক্ষমতাই বুদ্ধি”—মনোবিদ উড্রো।
১৯। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়—
ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে।
২০। এজেন্ডা - 21 কর্মসূচী গৃহীত হয়—
বসুন্ধরা সম্মেলনে।
২১। ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের—
স্ট্র্যাটোস্ফিয়ারে।
২২। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত
হয়—1992 সালে।
২৩। “সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব
কল্পনাই করা যায় না।” –রেমন্ট।
২৪। “মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের
কাছেই সর্বনাশা।”—স্যার পার্সিনান।
২৫। “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই
শিক্ষার লক্ষ্য।” রবীন্দ্রনাথ।
২৬। “চরিত্র গঠনই শিক্ষার চরম
আদর্শ।” –হার্বাট'।
২৭। “প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু
আসে তা সবই সৎ ও মঙ্গলময়।" —রুশো।
২৮। “প্রতিটি মহৎ শিল্পকলার একটি
কল্যাণমুখী লক্ষ্য থাকে।” –অ্যারিস্টটল।
২৯। থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে
‘S’ উপাদানটি হল—স্থান প্রত্যক্ষণের
ক্ষমতা।
৩০। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা
সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন—
1904 সালে।
৩১। থাস্টোনের মতে প্রাথমিক উপাদান
হল—7টি।
৩২। বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের
প্রবক্তা হলেন—গিলফোর্ড।
৩৩। পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা
করেছেন—স্কিনার।
৩৪। প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়—
Туре - 1 শিখন।
৩৫। “Mentality of Apes” বইটি প্রকাশিত
হয়- 1925 সালে।
৩৬। স্কিনারের তত্তটি হল— অপারেন্ট
অনুবর্তন।
৩৭। কোঠারী কমিশন গঠিত হয়—
১৯৬৪-৬৬ সালে।
৩৮। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা—দুই
বছর।
৩৯। শিক্ষাকে মনোজগতের আলোর
উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে—বেদে।
৪০। “জ্ঞানের মতো এত পবিত্র অন্য
কিছু বস্তু পৃথিবীতে নেই।” —গীতা।
৪১। শব্দের তীব্রতা পরিমাপের একক হল
—ডি. বি.-ডেসিবেল।
৪২। অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের
সাহায্যে পরিমাপ করা হয়—বধিরত্ব।
৪৩। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয়—
1817 সালে।
৪৪। ভারত পথিক বলা হয়—রামমোহনকে।
৪৫। ‘কথামালা’ রচনা করেছেন—
বিদ্যাসাগর।
৪৬। বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি-হস্তশ
িল্প।
৪৭। মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা
করতে চেয়েছিলেন—গান্ধীজী।
৪৮। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ
করেছিলেন–বিদ্যাসাগর।
৪৯। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ
ছিলেন–প্রকৃতিবাদী।
৫০। রাধাকৃষ্ণ কমিশন হল—বিশ্ববিদ্যাল
য় শিক্ষা কমিশন।
৫১। কোঠারী কমিশনের রিপোর্ট বিভক্ত
-চারটি খণ্ডে।
৫২। “Education and National
Development”- শিরোনামে রিপোর্ট
প্রকাশ করে- কোঠারী কমিশন।
৫৩। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারী
কমিশনের সদস্য ছিলেন, তার নাম—এইচ.
এল. এলভিন।
৫৪। কম্পিউটার সহযোগী শিখন হল—
CAL
৫৫। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়—1855
সালে।
৫৬। শ্ৰীনিকেতন যার বাস্তব
শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন
—রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৭। থাস্টোনের প্রাথমিক মানসিক
ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি
বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে
সূচিত করা হয়—v অক্ষর দ্বারা।
৫৮। দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা-
স্পিয়ারম্যান।
৫৯। “লক্ষ্য সামনে রেখে কাজ করাই
বুদ্ধিমানের কাজ” –জন ডিউই।
৬০। “পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে
সংগতিবিধানই হল শিক্ষা”—
প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য।
৬১। রুশোর ভাবশিষ্য হলেন–
পেস্তালৎসি।
৬২। জ্যাকস্ ডেলারস-এর সভাপতিত্বে
আন্তর্জাতিক শিক্ষা কমিশন UNESCO-
র কাছে যে রিপোর্ট পেশ করেছিল তার
শিরোনাম কী-- Learning : The
Treasure within
৬৩। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ট
ির নাম— নেতাজী সুভাষ মুক্ত
বিশ্ববিদ্যালয়।
৬৪। “বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র
প্রতিষ্ঠান।” -শিক্ষাবিদ ফ্রয়েড।
৬৫। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয়
সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয়
—1951 সালে।
৬৬। শৃঙ্খলা গঠনে সহায়ক একটি
সহপাঠক্রমিক কাজ হল— NCC-তে
নিয়মিত অংশগ্রহণ।
৬৯। খেলাধুলায় অংশগ্রহণ করলে
শিক্ষার্থীর যে ধরনের বিকাশ বেশী ঘটে
তা হল—দৈহিক বিকাশ।
৭০। সমাজমিতি কৌশলের উদ্ভাবক
হলেন– ড. জে. এল. মোরেনো।
৭১। “প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও
স্মৃতির সমন্বয়” – পিলস্বারি।
৭২। বিশেষ বিশেষ সামর্থ অর্জন করার
ক্ষমতাই বুদ্ধি-এই মতটি সর্বপ্রথম
প্রকাশ করেন- মনোবিদ উড্রো।
৭৩। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রধান
গ্রন্থাগার ছিল—3টি।
৭৪। প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও—
জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচীর নীতি।
৭৫। ডিউই-এর মতে শিক্ষার উদ্দেশ্য হল
— সামাজিক বিকাশ।
৭৬। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়
—1986 সালে।
৭৭। 'Abilities of Man'— স্পিয়ারম্যান।
৭৮। শিখনতত্ত্বে প্রেষণা এবং পুরস্কার
লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন—
স্কিনার।
৭৯। শিক্ষার অধিকার আইনটি চালু হয়—
1লা এপ্রিল, 2010 সাল।
৮০। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন—
ফ্রয়েবেল।
৮১। দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা
হয়- ব্রেইল।
৮২। নঈ তালিমের শিক্ষার স্তর হল—4টি
৮৩। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের
সঙ্গে যুক্ত ছিলেন-বিদ্যাসাগর।
৮৪। ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে
ললিত কলা অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়—
1955 সালে।
৮৫। ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য
সাহিত্য অ্যাকাডেমী স্থাপিত হয়-1954
সালে।
৮৬। ‘শিক্ষা হল চরিত্র গঠন ও ধামিক
জীবনযাপনের উপায়’— স্বামী দয়ানন্দ।
৮৭। “শিক্ষা হবে জীবনব্যাপী”—এ কথা
বলেছেন UNESCO-এর ডিরেক্টর
জেনারেল- রিনি মাহেউ।
৮৮। শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে
না— অনিয়ন্ত্রিত শিক্ষায়।
৮৯। বিদ্যালয় হল— নিয়ন্ত্রিত শিক্ষার
প্রতিষ্ঠান।
৯০। ইকো ক্লাব হল—পরিবেশ বিষয়ক
সংস্থা।
৯১। শৈশব থেকেই শিশুকে সু-অভ্যাস
গঠনের শিক্ষা দেয়—পরিবার।
৯২। ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয়-
দিল্লি বিশ্ববিদ্যালয়ে।
৯৩। বিদ্যালয় হল সমাজের— ক্ষুদ্র
সংস্করণ।
৯৪। শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞানচর্চার
প্রসারের জন্য একটি আন্তর্জাতিক
সংস্থা-UNESCO
৯৫। “জাতীয় সংহতি হল একটি অনুভূতি যা
একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে
রাখে”—ডরেথি থম্পসন।
৯৬। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে
যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে
পরিতৃপ্ত করে-অঙ্কন।
৯৭। মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে
প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন—
জোয়ান হার্বাট।
৯৮। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা
হল— আত্মা সম্বন্ধীয় বিদ্যা।
৯৯। ‘Psychology’ শব্দটি নেওয়া হয়েছে—
গ্রীক শব্দ থেকে।
১০০। ইসলামিক শিক্ষায় প্রাথমিক
প্রতিষ্ঠান হল—মক্তব।
১০১। ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল—
সংস্কৃত ভাষা।
১০২। বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে
আলোচনা রয়েছে— অভিধর্ম পিটকে।
১০৩। ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষা
শুরুর অনুষ্ঠানকে বলা হত-উপনয়ন।
১০৪। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী
(NAEP) গঠন করা হয়—1978-79 সালে।
১০৫। সর্বশিক্ষা অভিযান-২০০০
কর্মসূচীর লক্ষ্য হল অষ্টম শ্রেণী
পর্যন্ত, অর্থাৎ 14 বছর বয়সের সব
শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা
-2010 সালের মধ্যে।
১০৬। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু
হয়— 1988 সালে।
১০৭। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা
হলেন– হেগেল।
১০৮। ‘শিক্ষার লক্ষ্য হল, সুস্থ দেহে সুস্থ
মন তৈরি করা’।—অ্যারিস্টটল।
১০৯। প্লেটো ছিলেন চরম—ভাববাদী।
১১০। প্রাচীন ভারতে শিক্ষা ছিল–
ধর্মকেন্দ্রিক।
১১১। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান
তত্ত্বটিতে যে উপাদানটি সাধারণ তাকে
সূচিত করা হয়— G দ্বারা।
১১২। মানসিক ক্ষমতার দলগত উপাদান
নামক তত্ত্বের প্রবক্তা হলেন—
থাস্টোন।
১১৩। থাস্টোনের প্রাথমিক মানসিক
ক্ষমতার তত্ত্বে স্মৃতি সম্বন্ধীয়
উপাদানকে সূচিত করা হয়—M দ্বারা।
১১৪। প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ
তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন-
থর্নডাইক।
১১৫।সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে
নিয়ন্ত্রক হল—কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
১১৬। কুকুরের ওপর গবেষণা করেছেন—
প্যাভলভ।
১১৭। সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন
করেন- পিরিয়ার।
১১৮। ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য
বিশেষ উপযোগী পদ্ধতি-ভারতী ব্রেইল।
১১৯। অডিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা
হয় –বধিরতা।
১২০। মূক-বধিরদের জন্য কম্পন ও স্পর্শ
পদ্ধতি কে চালু করেন- সোফিয়া
অ্যালকন।
১২১। হাতের আঙ্গুল সঞ্চালনমূলক
পদ্ধতির ভারতীয় নাম- করপল্লবী।
১২২। বিনের বুদ্ধির অভীক্ষাকে সংস্কার
করে দৃষ্টিহীনদের বুদ্ধির পরিমাপের
পদ্ধতি আবিষ্কার করেন- হায়েস।

এক নজরে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়ের ১৮২ টি প্রশ্ন উত্তর দেখে নিন।

এক নজরে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়ের ১৮২ টি প্রশ্ন উত্তর দেখে নিন।
১। মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়
—পঞ্চম থেকে দশম শ্রেণী।
২। ব্রেইল লেখা হয়—৬ টি বিন্দু দিয়ে।
৩। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ, তা হল
—গণিত।
৪। “ভগবান হল সত্য এবং সত্যই
ভগবান”— গান্ধীজী।
৫। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন
— 1911 সালে।
৬। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন–
বিদ্যাসাগর।
৭। নঈ তালিম শিক্ষার অপর নাম হল—
বুনিয়াদী শিক্ষা।
৮। কোঠারী কমিশনে মোট সদস্য
ছিলেন–17 জন।
৯। কোঠারী কমিশন গঠিত হয় যার
উদ্যোগে, তিনি হলেন– এম. সি. চাওলা।
১০। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন
হল—রাধাকৃষ্ণণ কমিশন (১৯৪৮-৪৯)।
১১। মুদালিয়ার কমিশন গঠিত হয় -
1952-53 সালে।
১২। ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন’-
ডিউই।
১৩। একটি সমাজের সার্বিক জীবনধারার
রূপ হল—সংস্কৃতি।
১৪। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা
হলেন—রুশো।
১৫। শিক্ষামনোবিজ্ঞান হল—
মনোবিজ্ঞানের ফলিত শাখা।
১৬। মনোবিজ্ঞানকে ‘আত্মার বিজ্ঞান’
বলে উল্লেখ করেছেন— অ্যারিস্ট্রটল।
১৭। “আগ্রহ একধরনের গতিশীল মানসিক
প্রবণতা”—এই মতের প্রবক্তা হলেন—
ড্রেভার।
১৮। “বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার
ক্ষমতাই বুদ্ধি”—মনোবিদ উড্রো।
১৯। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়—
ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে।
২০। এজেন্ডা - 21 কর্মসূচী গৃহীত হয়—
বসুন্ধরা সম্মেলনে।
২১। ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের—
স্ট্র্যাটোস্ফিয়ারে।
২২। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত
হয়—1992 সালে।
২৩। “সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব
কল্পনাই করা যায় না।” –রেমন্ট।
২৪। “মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের
কাছেই সর্বনাশা।”—স্যার পার্সিনান।
২৫। “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই
শিক্ষার লক্ষ্য।” রবীন্দ্রনাথ।
২৬। “চরিত্র গঠনই শিক্ষার চরম
আদর্শ।” –হার্বাট'।
২৭। “প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু
আসে তা সবই সৎ ও মঙ্গলময়।" —রুশো।
২৮। “প্রতিটি মহৎ শিল্পকলার একটি
কল্যাণমুখী লক্ষ্য থাকে।” –অ্যারিস্টটল।
২৯। থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে
‘S’ উপাদানটি হল—স্থান প্রত্যক্ষণের
ক্ষমতা।
৩০। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা
সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন—
1904 সালে।
৩১। থাস্টোনের মতে প্রাথমিক উপাদান
হল—7টি।
৩২। বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের
প্রবক্তা হলেন—গিলফোর্ড।
৩৩। পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা
করেছেন—স্কিনার।
৩৪। প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়—
Туре - 1 শিখন।
৩৫। “Mentality of Apes” বইটি প্রকাশিত
হয়- 1925 সালে।
৩৬। স্কিনারের তত্তটি হল— অপারেন্ট
অনুবর্তন।
৩৭। কোঠারী কমিশন গঠিত হয়—
১৯৬৪-৬৬সালে।
৩৮। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা—দুই
বছর।
৩৯। শিক্ষাকে মনোজগতের আলোর
উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে—বেদে।
৪০। “জ্ঞানের মতো এত পবিত্র অন্য
কিছু বস্তু পৃথিবীতে নেই।” —গীতা।
৪১। শব্দের তীব্রতা পরিমাপের একক হল
—ডি. বি.-ডেসিবেল।
৪২। অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের
সাহায্যে পরিমাপ করা হয়—বধিরত্ব।
৪৩। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয়—
1817 সালে।
৪৪। ভারত পথিক বলা হয়—রামমোহনকে।
৪৫। ‘কথামালা’ রচনা করেছেন—
বিদ্যাসাগর।
৪৬। বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি-হস্তশ
িল্প।
৪৭। মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা
করতে চেয়েছিলেন—গান্ধীজী।
৪৮। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ
করেছিলেন–বিদ্যাসাগর।
৪৯। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ
ছিলেন–প্রকৃতিবাদী।
৫০। রাধাকৃষ্ণ কমিশন হল—বিশ্ববিদ্যাল
য় শিক্ষা কমিশন।
৫১। কোঠারী কমিশনের রিপোর্ট বিভক্ত
-চারটি খণ্ডে।
৫২। “Education and National
Development”- শিরোনামে রিপোর্ট
প্রকাশ করে- কোঠারী কমিশন।
৫৩। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারী
কমিশনের সদস্য ছিলেন, তার নাম—এইচ.
এল. এলভিন।
৫৪। কম্পিউটার সহযোগী শিখন হল—
CAL
৫৫। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়—1855
সালে।
৫৬। শ্ৰীনিকেতন যার বাস্তব
শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন
—রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৭। থাস্টোনের প্রাথমিক মানসিক
ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি
বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে
সূচিত করা হয়—v অক্ষর দ্বারা।
৫৮। দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা-
স্পিয়ারম্যান।
৫৯। “লক্ষ্য সামনে রেখে কাজ করাই
বুদ্ধিমানের কাজ” –জন ডিউই।
৬০। “পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে
সংগতিবিধানই হল শিক্ষা”—
প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য।
৬১। রুশোর ভাবশিষ্য হলেন–
পেস্তালৎসি।
৬২। জ্যাকস্ ডেলারস-এর সভাপতিত্বে
আন্তর্জাতিক শিক্ষা কমিশন UNESCO-
র কাছে যে রিপোর্ট পেশ করেছিল তার
শিরোনাম কী-- Learning : The
Treasure within
৬৩। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ট
ির নাম— নেতাজী সুভাষ মুক্ত
বিশ্ববিদ্যালয়।
৬৪। “বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র
প্রতিষ্ঠান।” -শিক্ষাবিদ ফ্রয়েড।
৬৫। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয়
সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয়
—1951 সালে।
৬৬। শৃঙ্খলা গঠনে সহায়ক একটি
সহপাঠক্রমিক কাজ হল— NCC-তে
নিয়মিত অংশগ্রহণ।
৬৯। খেলাধুলায় অংশগ্রহণ করলে
শিক্ষার্থীর যে ধরনের বিকাশ বেশী ঘটে
তা হল—দৈহিক বিকাশ।
৭০। সমাজমিতি কৌশলের উদ্ভাবক
হলেন– ড. জে. এল. মোরেনো।
৭১। “প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও
স্মৃতির সমন্বয়” – পিলস্বারি।
৭২। বিশেষ বিশেষ সামর্থ অর্জন করার
ক্ষমতাই বুদ্ধি-এই মতটি সর্বপ্রথম
প্রকাশ করেন- মনোবিদ উড্রো।
৭৩। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রধান
গ্রন্থাগার ছিল—3টি।
৭৪। প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও—
জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচীর নীতি।
৭৫। ডিউই-এর মতে শিক্ষার উদ্দেশ্য হল
— সামাজিক বিকাশ।
৭৬। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়
—1986 সালে।
৭৭। 'Abilities of Man'— স্পিয়ারম্যান।
৭৮। শিখনতত্ত্বে প্রেষণা এবং পুরস্কার
লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন—
স্কিনার।
৭৯। শিক্ষার অধিকার আইনটি চালু হয়—
1লা এপ্রিল, 2010 সাল।
৮০। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন—
ফ্রয়েবেল।
৮১। দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা
হয়- ব্রেইল।
৮২। নঈ তালিমের শিক্ষার স্তর হল—4টি
৮৩। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের
সঙ্গে যুক্ত ছিলেন-বিদ্যাসাগর।
৮৪। ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে
ললিত কলা অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়—
1955 সালে।
৮৫। ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য
সাহিত্য অ্যাকাডেমী স্থাপিত হয়-1954
সালে।
৮৬। ‘শিক্ষা হল চরিত্র গঠন ও ধামিক
জীবনযাপনের উপায়’— স্বামী দয়ানন্দ।
৮৭। “শিক্ষা হবে জীবনব্যাপী”—এ কথা
বলেছেন UNESCO-এর ডিরেক্টর
জেনারেল- রিনি মাহেউ।
৮৮। শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে
না— অনিয়ন্ত্রিত শিক্ষায়।
৮৯। বিদ্যালয় হল— নিয়ন্ত্রিত শিক্ষার
প্রতিষ্ঠান।
৯০। ইকো ক্লাব হল—পরিবেশ বিষয়ক
সংস্থা।
৯১। শৈশব থেকেই শিশুকে সু-অভ্যাস
গঠনের শিক্ষা দেয়—পরিবার।
৯২। ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয়-
দিল্লি বিশ্ববিদ্যালয়ে।
৯৩। বিদ্যালয় হল সমাজের— ক্ষুদ্র
সংস্করণ।
৯৪। শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞানচর্চার
প্রসারের জন্য একটি আন্তর্জাতিক
সংস্থা-UNESCO
৯৫। “জাতীয় সংহতি হল একটি অনুভূতি যা
একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে
রাখে”—ডরেথি থম্পসন।
৯৬। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে
যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে
পরিতৃপ্ত করে-অঙ্কন।
৯৭। মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে
প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন—
জোয়ান হার্বাট।
৯৮। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা
হল— আত্মা সম্বন্ধীয় বিদ্যা।
৯৯। ‘Psychology’ শব্দটি নেওয়া হয়েছে—
গ্রীক শব্দ থেকে।
১০০। ইসলামিক শিক্ষায় প্রাথমিক
প্রতিষ্ঠান হল—মক্তব।
১০১। ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল—
সংস্কৃত ভাষা।
১০২। বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে
আলোচনা রয়েছে— অভিধর্ম পিটকে।
১০৩। ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষা
শুরুর অনুষ্ঠানকে বলা হত-উপনয়ন।
১০৪। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী
(NAEP) গঠন করা হয়—1978-79 সালে।
১০৫। সর্বশিক্ষা অভিযান-২০০০
কর্মসূচীর লক্ষ্য হল অষ্টম শ্রেণী
পর্যন্ত, অর্থাৎ 14 বছর বয়সের সব
শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা
-2010 সালের মধ্যে।
১০৬। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু
হয়— 1988 সালে।
১০৭। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা
হলেন– হেগেল।
১০৮। ‘শিক্ষার লক্ষ্য হল, সুস্থ দেহে সুস্থ
মন তৈরি করা’।—অ্যারিস্টটল।
১০৯। প্লেটো ছিলেন চরম—ভাববাদী।
১১০। প্রাচীন ভারতে শিক্ষা ছিল–
ধর্মকেন্দ্রিক।
১১১। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান
তত্ত্বটিতে যে উপাদানটি সাধারণ তাকে
সূচিত করা হয়— G দ্বারা।
১১২। মানসিক ক্ষমতার দলগত উপাদান
নামক তত্ত্বের প্রবক্তা হলেন—
থাস্টোন।
১১৩। থাস্টোনের প্রাথমিক মানসিক
ক্ষমতার তত্ত্বে স্মৃতি সম্বন্ধীয়
উপাদানকে সূচিত করা হয়—M দ্বারা।
১১৪। প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ
তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন-
থর্নডাইক।
১১৫।সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে
নিয়ন্ত্রক হল—কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
১১৬। কুকুরের ওপর গবেষণা করেছেন—
প্যাভলভ।
১১৭। সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন
করেন- পিরিয়ার।
১১৮। ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য
বিশেষ উপযোগী পদ্ধতি-ভারতী ব্রেইল।
১১৯। অডিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা
হয় –বধিরতা।
১২০। মূক-বধিরদের জন্য কম্পন ও স্পর্শ
পদ্ধতি কে চালু করেন- সোফিয়া
অ্যালকন।
১২১। হাতের আঙ্গুল সঞ্চালনমূলক
পদ্ধতির ভারতীয় নাম- করপল্লবী।
১২২। বিনের বুদ্ধির অভীক্ষাকে সংস্কার
করে দৃষ্টিহীনদের বুদ্ধির পরিমাপের
পদ্ধতি আবিষ্কার করেন- হায়েস।
১২৩। ব্রেইল পদ্ধতি আবিষ্কৃত
হয়-1929সালে।
১২৪। আমাদের দেশে প্রথম অন্ধদের
জন্য হস্টেল শুরু হয় দেরাদুনে। সেন্ট
ডানস্টন হস্টেল। এটি স্থাপিত হয়—
দেরাদুনে।
১২৫। দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি স্বাভাবিক
মানুষদের তুলনায়-20/২০০ ভাগ বা তারও
কম।
১২৬। দু-বছরের উচ্চমাধ্যমিক শিক্ষাক্রম
চালু হয়—1976 সালে।
১২৭। পোশাকে ও আচার-ব্যবহারে
শিক্ষকের হওয়া উচিত- রুচিকর ও
স্বাস্থ্যসম্মত।
১২৮। মানুষ যার কাছে প্রথম শিক্ষা নেয়-
মায়ের কাছে।
১২৯। যে শিক্ষক ছাত্রদের কাছে প্রিয়-
সংক্ষিপ্ত ও পরিষ্কার মতামত দানকারী।
১৩০।শিক্ষা বলতে বোঝায়- পরিবেশের
সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের
উপকারে তার পুনর্গঠন করবার দক্ষতা
আয়ত্ত করা।
১৩১। আপনি ক্লাসে গিয়ে দেখলেন
ছাত্ররা ঝগড়াঝাটি করছে, শিক্ষক হিসাবে
আপনার করণিয় -তাদের গণ্ডগোলের
কারণ অনুসন্ধান করে দেখা।
১৩২। পরীক্ষার পর আপনি দেখলেন
ছাত্রদের অধিকাংশই আপনার বিষয়ে
খারাপ ফল করেছে। শিক্ষক হিসাবে
আপনার করনীয়-আপনার পড়ানোর
পদ্ধতিটির যৌক্তিকতা বিচার করা।
১৩৩। ছাত্রদের সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠ
যোগাযোগ গড়ে তোলার সবচেয়ে
ভালো উপায়- শ্রেণীকক্ষের ভিতরে এবং
বাইরে ছাত্রদের সামনে আদর্শ এবং
প্রধান পথপ্রদর্শকের ভূমিকা নেওয়া।
১৩৪। কোন একজন শিক্ষক তার
শ্রেনীকক্ষে শৃঙ্খলা রাখতে না পারলে
বুঝতে হবে- ছাত্রদের মনস্তত্ত্ব
সম্পর্কে তার কোন ধারণাই নেই।
১৩৫। দেহের উচ্চতা ও ওজন বেড়ে
যাওয়াকে বৃদ্ধি বলে-আর্নল্ড জোনস।
১৩৬। বৃদ্ধি কারণ হলে তার ফল হবে-
বিকাশ।
১৭৯। ডঃ জে. এল মোরেনা উদ্ভাবিত
পদ্ধতির নাম—সমাজমিতি।
১৮০। “মনোবিদ্যা হল আচরণের
বিজ্ঞান”- ম্যাকডুগাল।
১৮১। যে দুটি মনোবৈজ্ঞানিক নীতির
উপর আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠিত
তা হল— ব্যক্তিস্বাতন্ত্রের নীতি ও
সক্রিয়তার নীতি।
১৮২। কোনো জৈবিক প্রক্রিয়ার ফলে
মস্তিষ্কে সঞ্চারিত সরলতম স্নায়বিক
অনুভূতিকে বল বলে।

পৃথিবীর গুরুত্বপূর্ণ ২৬ টি পর্বতশৃঙ্গ , তাদের উচ্চতা ও অবস্থান।

পৃথিবীর গুরুত্বপূর্ণ ২৬ টি পর্বতশৃঙ্গ , তাদের উচ্চতা ও অবস্থান:
মাউন্ট এভারেস্ট - ৮৮৪৮ মিটার - নেপাল-তিব্বত
গডউইন অস্টিন - ৮৬১১ মিটার - ভারত
কাঞ্চনজঙ্ঘা - ৮৫৯৭ মিটার - ভারত-নেপাল
মাকালু - ৮৪৮১ মিটার - তিব্বত-নেপাল
ধবলগিরি - ৮১৭২ মিটার - নেপাল
নাঙ্গা পর্বত - ৮১২৬ মিটার - ভারত
অন্নপূর্ণা - ৮০৭৮ মিটার - নেপাল
নন্দা দেবী - ৭৮১৭ মিটার - ভারত
মাউন্ট কামেট - ৭৭৫৬ মিটার - ভারত
গুরলা মান্ধতা - ৭৭২৮ মিটার - তিব্বত
তিরচমির - ৭৭০৮ মিটার - পাকিস্তান
মিনিয়াকঙ্কা - ৭৬৯০ মিটার - চীন
মাউন্ট কমিউনিজম - ৭৪৯৫ মিটার - তাজিকিস্তান
মুজ ট্যাগ অ্যাটা - ৭৪৩৪ মিটার - চীন
অ্যাকন কাগুয়া - ৬৯৬০ মিটার - আর্জেন্টিনা
হুরাস কারাণ - ৬৭৬৮ মিটার - পেরু
মাজামা ভলক্যানো - ৬৫২০ মিটার - বলিভিয়া
চিম্বা রাজো - ৬২৬৭ মিটার - ইকুয়েটর
মাউন্ট ম্যাককিনলে - ৬১৯৪ মিটার - আলাস্কা
মাউন্ট কিলিমাঞ্জারো - ৫৮৯৫ মিটার - তাঞ্জানিয়া
মাউন্ট এল্ব্রুশ - ৫৬৪২ মিটার - জর্জিয়া
ভিন্সেন্ট ম্যাসিফ - ৫১৪৯ মিটার - অ্যান্টার্কটিকা
মাউন্ট ব্লা - ৪৮৬০ মিটার - ফ্রান্স -ইতালি
ম্যাটান হর্ন - ৪৪৭৮ মিটার - সুইজারল্যান্ড
মাউন্ট কুক - ৩৭৬৪ মিটার - নিউজিল্যান্ড
মাউন্ট কোজিয়াস্কো - ২২৩০ মিটার - অস্ট্রেলিয়া
অবশ্যই শেয়ার করুন। ও ফলো করুন।

ভারতের ২৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ।

* হরিয়ানা-মনোহর লাল খাট্টার
(BJP)

* মধ্যপ্রদেশ-শিবরাজ সিং চৌহান
(BJP)

* মহারাষ্ট্র-দেবেন্দ্র ফড়নবিশ
(BJP)

* গুজরাট-বিজয় রুপানি
(BJP)

* রাজস্থান-বসুন্ধরা রাজে
(BJP)

* ছত্তিশগড়-রমন সিং
(BJP)

* ঝাড়খণ্ড-রঘুবার দাস
(BJP)

* আসাম-সার্বানন্দ সনোয়াল
(BJP)

* মনিপুর-এন. বীরেন সিং
(BJP)

* অরুণাচল প্রদেশ-পেমা খান্ডু
(BJP)

* গোয়া-মনোহর পারিক্বার
(BJP)

* উত্তরপ্রদেশ-যোগী আদিত্যনাথ
(BJP)

* উত্তরাখন্ড-ত্রিভেন্দ্র সিং রাওয়াত।
(BJP)

* হিমাচল প্রদেশ-ভীরভদ্র সিং
(INC)

* পাঞ্জাব-অমরিন্দর সিং
(INC)

* মেঘালয়-মুকুল সাংমা
(INC)

* মিজোরাম- পু লাথান ওয়ালা
(INC)

* কর্ণাটক-সিদ্দারামাইয়া
(INC)

* কেরালা-পিনাযারি ভিজায়ান
CPI (M)

* ত্রিপুরা-মানিক সরকার
CPI (M)

*নাগাল্যান্ড-টি আর জেলিয়াং
(NPF)

* অন্ধ্রপ্রদেশ-নোডা চন্দ্রবাবু নাইডু
(TDP)

* তেলেঙ্গানা-কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও
(TRS)

* তামিলনাড়ু-এডাপ্পাডি কে পালানিস্বামী
(AIADMK)

* সিকিম-পাওয়ান চামলিং
(SDF)

* জম্মু-কাশ্মীর-মেহবুবা মুফতী
(JKPDP)

* ওড়িশা-নবীন পাটনায়েক
(BJD)

* বিহার-নীতিশ কুমার
JD(U)

* পশ্চিমবঙ্গ-মমতা ব্যানার্জী
(AITCP)