Tuesday 21 April 2020

কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবিভিপির অনলাইন ক্লাসে নিযুক্ত শিক্ষকদের শিক্ষাদানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠলো।


অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করে দাবি করা হয় যে তারা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে অনলাইন ক্লাস চালু করেছিলেন তাতে বাধা দিচ্ছে জেলা প্রশাসন।
বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন তারা যে সমস্ত শিক্ষকদের এই ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সমস্ত শিক্ষকদেরকে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করে এই ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

অহেতুক হয়রানি করে অনলাইন ক্লাস বন্ধ করার পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে তিনি মনে করেন। লকডাউন পরিস্থিতিতে ছাত্রদের স্বার্থে অনলাইন ক্লাস প্রশাসন বলপূর্বক বন্ধ করতে পারে এটি তারা ধারণা করতে পারেননি।
এই ধরনের ন্যক্কারজনক ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
অন্যদিকে এই ক্লাসে অংশগ্রহণকারী বিশিষ্ট শিক্ষক সুমন কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক চাপের কথা স্বীকার করে নেন, তিনি এও জানান এই ক্লাস নিতে তিনি যথেষ্ট আগ্রহী তাই ডি.আই ম্যাডামের কথা মতন তিনি অনুমতির জন্য লিখিত দরখাস্ত করেছেন।

শিক্ষাদানে প্রশাসন বাধা দিতে পারে এই ধরনের অভূতপূর্ব ঘটনায় কোচবিহার জেলার রাজনীতি ও শিক্ষা সমাজে চরম শোরগোল সৃষ্টি হয়েছে।

Tuesday 14 April 2020

নববর্ষের সকালে কোচবিহারে মরিচ বাড়ির ঝরে ক্ষতিগ্রস্তদের পাশে এবিভিপি


নববর্ষের সকালে কোচবিহার জেলার ঘূর্ণিঝড় কবলিত অঞ্চল মরিচ বাড়ির অসহায় মানুষদের পাশে এসে দাড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা সমিতির পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি দল মরিচ বাড়ির ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে যায়।
সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ সাংগঠনিক রাজ্যের সহ-সভাপতি অর্ণব দত্ত ভৌমিক জানান যে সরকারি সাহায্য সঠিকভাবে প্রদান করা হচ্ছে না,অসহায় পরিবারগুলি ত্রিপল এর নিচে রাত্রি যাপন করছে, অভিভাবকরা শিশুদের মুখে প্রয়োজনীয় খাবার পর্যন্ত তুলে দিতে পারছেন না।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার এই পরিবারগুলিকে সাহায্য করতে পুরোপুরি ব্যর্থ।
তারা এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে 40 টি পরিবারকে আজ চাল,ডাল,আটা চিড়া-গুড়,তেল ইত্যাদি সামগ্রী দিয়ে সাহায্য করা হয়।
উত্তরবঙ্গ প্রান্ত SFS প্রমুখ দীপঙ্কর দে জানান শিশুরা যেহেতু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাই তাদেরকে বেবি ফুড পৌঁছে দেওয়ারও একটি পরিকল্পনা কয়েকদিনের মধ্যেই গ্রহন করা হবে।
এছাড়াও এই দলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার ও জেলা সহ সংযোজক শুভঙ্কর চন্দ প্রমুখ।

Monday 13 April 2020

রক্তের সংকট মেটাতে কর্মসূচি গ্রহণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

নিজস্ব সংবাদ দাতা:
১৩ই এপ্রিল,২০২০
কোচবিহার।
করোনার জন্য উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে।
এই রকম পরিস্থিতিতে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের পর্যাপ্ত যোগান বজায় রাখার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের "স্টুডেন্ট ফর সেবা" আয়ামের পক্ষ থেকে সপ্তাহব্যাপী  রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


যেহেতু করোনা সংক্রমণের আশঙ্কার জন্য এই সময়ে সংগঠনের পক্ষ থেকে শিবির করে রক্তদান সম্ভব নয় তার জন্য প্রতিটি শাখার কার্যকর্তারা তাদের পার্শ্ববর্তী ব্লাডব্যাংক গুলিতে সরকারি নিয়ম মেনে রক্তদান কর্মসূচি শুরু করেছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত "স্টুডেন্ট ফর সেবা" প্রমুখ দীপংকর দে জানান গত ৯ই এপ্রিল থেকে সমগ্র উত্তরবঙ্গের সাথে সাথে কোচবিহার জেলাতেও এই কর্মসূচি শুরু হয়েছে।


কোচবিহার সদর,দিনহাটা, পুন্ডিবাড়ি,ঘুঘুমারি,বক্সির হাট সহ অনেক জায়গায় কার্যকর্তারা রক্তদানে সামিল হয়েছেন।
পুরো জেলা জুড়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অন্তত পক্ষে ১৫০ জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Sunday 16 December 2018

কোচবিহার জেলায় গেরুয়া শিক্ষক সংগঠনকে চাঙ্গা করতে জেলা সভাপতির পদে নিয়ে আসা হল নতুন লড়াকু মুখ।

16ই ডিসেম্বর,2018 কোচবিহার।
নিজস্ব সংবাদদাতা:
আজ কোচবিহার জেলার ষ্টেশন চৌপথি সংলগ্ন সুকান্ত মঞ্চে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন হিসাবে পরিচিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের এক দিবসীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সম্পাদক সহদেব দাস ও বিদ্যুৎ মজুমদার সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ।রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ এই শিক্ষক সংগঠনের জেলা সম্মেলনে পাঠ্যক্রমের পুনর্গঠন,পার্শ্ব শিক্ষকদের সঠিক বেতন কাঠামো সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের শেষে নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিদায়ী জেলা সভাপতি বিদ্যুৎ মজুমদার।

নতুন জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় রাজারহাট হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক সুমন কর্মকার মহাশয়ের ।

উনি লড়াকু কার্যকরতা হিসাবে ইদানিং জেলা স্তরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

16 জনের জেলা সমিতি ঘোষণা করা হয় ।

220 জনের মতন সদস্য আজ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

Saturday 22 September 2018

ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে ABVP এর বিক্ষোভ প্রদর্শন।




ইসলামপুরের দাড়ি ভিট উচ্চ বিদ্যালয় পুলিশের গুলি চালনা এবং তাতে নিহত রাজেশ ও তাপস এর বিচারের দাবিতে কুচবিহার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ।
পুন্ডিবাড়ী ইউনিভারসিটি সংলগ্ন অঞ্চলে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তারা 1 ঘন্টা পথ অবরোধ করেন।

এছাড়াও দুপুরের দিকে ডাউয়াগুরি বাজারে আরেকটি অবরোধও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
মদনমোহন বাড়ি থেকে সন্ধ্যা বেলা বিদ্যার্থী পরিষদ এর একটি মশাল মিছিল বের হয়।

মশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সাগরদিঘী সংলগ্ন শহীদবাগ এর সামনে।
সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার একটি প্রেস বিবৃতি দেন তিনি দাবি করেন এই সরকার বাংলা ভুলে পশ্চিমবঙ্গে উর্দু প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে,যদি রাজেশ এবং তাপস হত্যার সঠিক বিচার না হয় তবে তার দায় নিয়ে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে ।
না হলে পরবর্তীতে এবিভিপি বৃহত্তর আন্দোলনে শামিল হবে।

Thursday 13 September 2018

বাড়িতে রঙ করতে এসে শিক্ষকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা রঙমিস্ত্রী রফিকুলের।


বাড়িতে রং করতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ চলল গণপিটুনি৷ শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ আপাতত তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷
শিলিগুড়ির সুভাষপল্লিতে থাকেন এক দম্পতি৷ স্বামী সরকারি স্কুলের শিক্ষক৷ আর স্ত্রী গৃহবধূ৷ দুই মেয়ে স্কুলে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই দম্পতির বাড়িতে রঙের কাজ করছিল রফিকুল শেখ নামে এক যুবক৷ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে পিছন জাপটে ধরে শোওয়ার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রফিকুল৷ চিৎকার শুনে যখন প্রতিবেশী বাড়ির ভিতর ঢোকেন, তখন দেখেন, ওই গৃহবধূর হাত ধরে টানাটানি করছে রফিকুল৷ এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ এদিকে ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লীতে৷ আতঙ্কে ওই দম্পতি৷ তবে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর৷ জানা গিয়েছে, অভিযুক্ত রফিকুল শেখের শিলিগুড়িরই বাসিন্দা৷ তাঁর বাড়ি শহরের ভক্তিনগর চেকপোস্ট এলাকায়৷

Wednesday 12 September 2018

সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গে।



ভূমিকম্পে কেঁপে উঠল কোচবিহার সহ গোটা রাজ্য। দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ কম্পনের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷  আতঙ্কে কান্নাকাটি শুরু করে ছোট ছোট বাচ্চারা।

আজ সকাল ১০.২৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে। শুধু বাংলা নয় ভূমিকম্প অনুভূত হয়েছে অসম, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের  উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার গভীরে ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।