Saturday 22 September 2018

ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে ABVP এর বিক্ষোভ প্রদর্শন।




ইসলামপুরের দাড়ি ভিট উচ্চ বিদ্যালয় পুলিশের গুলি চালনা এবং তাতে নিহত রাজেশ ও তাপস এর বিচারের দাবিতে কুচবিহার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ।
পুন্ডিবাড়ী ইউনিভারসিটি সংলগ্ন অঞ্চলে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তারা 1 ঘন্টা পথ অবরোধ করেন।

এছাড়াও দুপুরের দিকে ডাউয়াগুরি বাজারে আরেকটি অবরোধও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
মদনমোহন বাড়ি থেকে সন্ধ্যা বেলা বিদ্যার্থী পরিষদ এর একটি মশাল মিছিল বের হয়।

মশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সাগরদিঘী সংলগ্ন শহীদবাগ এর সামনে।
সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার একটি প্রেস বিবৃতি দেন তিনি দাবি করেন এই সরকার বাংলা ভুলে পশ্চিমবঙ্গে উর্দু প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে,যদি রাজেশ এবং তাপস হত্যার সঠিক বিচার না হয় তবে তার দায় নিয়ে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে ।
না হলে পরবর্তীতে এবিভিপি বৃহত্তর আন্দোলনে শামিল হবে।

Thursday 13 September 2018

বাড়িতে রঙ করতে এসে শিক্ষকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা রঙমিস্ত্রী রফিকুলের।


বাড়িতে রং করতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ চলল গণপিটুনি৷ শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ আপাতত তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷
শিলিগুড়ির সুভাষপল্লিতে থাকেন এক দম্পতি৷ স্বামী সরকারি স্কুলের শিক্ষক৷ আর স্ত্রী গৃহবধূ৷ দুই মেয়ে স্কুলে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই দম্পতির বাড়িতে রঙের কাজ করছিল রফিকুল শেখ নামে এক যুবক৷ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে পিছন জাপটে ধরে শোওয়ার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রফিকুল৷ চিৎকার শুনে যখন প্রতিবেশী বাড়ির ভিতর ঢোকেন, তখন দেখেন, ওই গৃহবধূর হাত ধরে টানাটানি করছে রফিকুল৷ এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ এদিকে ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লীতে৷ আতঙ্কে ওই দম্পতি৷ তবে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর৷ জানা গিয়েছে, অভিযুক্ত রফিকুল শেখের শিলিগুড়িরই বাসিন্দা৷ তাঁর বাড়ি শহরের ভক্তিনগর চেকপোস্ট এলাকায়৷

Wednesday 12 September 2018

সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গে।



ভূমিকম্পে কেঁপে উঠল কোচবিহার সহ গোটা রাজ্য। দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ কম্পনের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷  আতঙ্কে কান্নাকাটি শুরু করে ছোট ছোট বাচ্চারা।

আজ সকাল ১০.২৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে। শুধু বাংলা নয় ভূমিকম্প অনুভূত হয়েছে অসম, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের  উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার গভীরে ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tuesday 11 September 2018

হিন্দুধর্মের ছেলের সাথে প্রেম করার অপরাধে বাবা ও দাদা মিলে মাথা থেতলে খুন মেয়েকে।



হিন্দু ধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় বাবা ও দাদার হাতে খুন বিহারের তরুণী৷ মৃতার নাম জাহানা খাতুন, বয়স উনিশ৷ পূর্ব বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের পাশে গত মাসের ত্রিশ তারিখ উদ্ধার হয় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ৷ হাতে খোদাই করে রাখা মোবাইল নম্বরের সূত্র ধরে কলকাতা তিলজলা এলাকা থেকে গ্রেপ্তার দাদা মহম্মদ জাহিদ এবং বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার বাবা মহম্মদ মুস্তাক৷ জেরায় দোষ স্বীকার করেছেন দুজনেই৷ সামাজিক সম্মান রক্ষার্থে খুন বলে জানিয়েছে তারা৷ ধৃতদের মঙ্গলবার তোলা হয় আদালতে৷ দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷
সূত্রের খবর, মৃতার বাড়ি বিহারের মুজাফ্ফরপুর জেলার চক এলাহাবাদ গ্রামে৷ তবে নাগপুরে এক ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করতেন তিনি৷ বাড়ির অমতেই দীর্ঘদিন ধরে চলে এই প্রেমপর্ব৷ এমনকি নাগপুরে ছেলেটির কাছে পালিয়েও যান তিনি৷ তবে মগজ ধোলাই করে কোনওমতে তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন৷ এরপর অন্য একটি ছেলের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থাও করে৷ মেহেন্দিও হয়ে যায়৷ তবে আগের প্রেমের কথা জানাজানি হতেই ভেঙে যায় সেই বিয়ে৷ জানা গিয়েছে, এরপর ওই তরুণীকে কলকাতায় নিয়ে আসে তাঁর বাবা ও দাদা৷ নিয়ে আসার সময় পথেই শ্বাসরোধ করে খুন করে তাঁকে৷ এমনকি মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করা হয়৷ ফেলে রাখা হয় পূর্ব বর্ধমানের নবগ্রাম ময়না এলাকার দু’নম্বর জাতীয় সড়কের পাশে৷ এরপর গতমাসের ৩০ তারিখ ওই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ৷ পাঠানো হয় ময়নাতদন্তে৷
ময়না তদন্তের রিপোর্টই পুলিশের কাছে খুলে দেয় তদন্তের নয়া দিশা৷ কিশোরীর দেহ থেকে একটি ফোন নম্বর পান তদন্তকারীরা৷ তাঁর পায়ে ওটা খোদাই করা ছিল বলে জানা গিয়েছে৷ এরপর সেই ফোন নম্বরের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে পুলিশ৷ জানা যায়, ফোন নম্বরটি নাগপুরের এক যুবকের৷ সেই যুবকের থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারীরা৷ জানতে পারেন সমস্ত বিষয়টি৷ তারপরেই তরুণীর বাবা ও দাদার উপর সন্দেহ হয় তদন্তকারীদের৷ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বর্ধমান পুলিশ৷ এরপরেই তদন্তের স্বার্থে কলকাতার তিলজলা এলাকা থেকে প্রথমে আটক করা হয় মৃতার দাদা মহম্মদ জাহিদকে৷ জিজ্ঞাসাবাদের সময় দোষ কবুল করে সে৷ তারপরেই বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার মৃতার বাবা মহম্মদ মুস্তাককে৷ আজ, মঙ্গলবার ধৃতদের তোলা হয় আদালতে৷ দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অনুমান, প্রাণনাশের আশঙ্কাতেই শরীরে প্রেমিকের ফোন নম্বর খোদাই করেন ওই তরুণী৷

সুখবর অঙ্গন ওয়াড়ি ও আশা প্রকল্পের কর্মীদের জন্য।ভাতা বৃদ্ধির কথা ঘোষণা কর‌ল মোদী সরকার।

১১ সেপ্টেম্বর: পূজোর আগে সুখবর পেল অঙ্গন ওয়াড়ি ও আশা প্রকোল্পের কর্মীরা। মোদী সরকার তাদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা কর‌ল মঙ্গলবার। প্রধানমন্ত্রী বলেন এতদিন যারা ৩০০০ টাকা পেতেন তারা ৪৫০০টাকা পাবেন। আর যারা ২২০০ টাকা পেতেন তারা ৩৫০০ টাকা পাবেন।
শুধু অঙ্গন ওয়াড়ি কর্মীদেরই নয় ভাতা বাড়ানো হচ্ছে তাদের সহকারীদেরও। বর্তমানে যারা ১৫০০ টাকা পান তাদের ভাতা বাড়িয়ে ২২৫০ টাকা করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন শুধু ভাতা বৃদ্ধি নয় আশাকর্মী ও তাদের সাহায্যকারীদের প্রধানমন্ত্রী জীবন জ‍্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার আওতায় আনা হবে।

Thursday 6 September 2018

পশ্চিমবঙ্গে চলছে ব্রিজ ভাঙার হিড়িক।

শিলিগুড়ি: এখনও মাঝেরহাট কাণ্ডের রেশ কাটেনি৷ এরইমধ্যে ফের ভেঙে পড়ল সেতু৷ শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘটনা৷ এখনও হতাহতের খবর নেই৷ ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ৷ একটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে সেতুটি৷ আহত হন ট্রাকের চালক৷ এখনও ট্রাকটি ঝুলন্ত অবস্থায় রয়েছে৷

অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল সেতুটি৷ কিন্তু কোনও মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি৷ এর জেরেই এত বড় দুর্ঘটনা ঘটল৷ সূত্রের খবর, চটহাট-ফাঁসিদেওয়ার মধ্যে যোগাযোগকারী একমাত্র সেতু এটি৷ কৃষিপ্রধান এই এলাকার লোকজন ভীষণভাবে এই সেতুর উপর নির্ভরশীল৷ সেক্ষেত্রে এই সেতু ভেঙে পড়ায় চিন্তা বেড়েছে এলাকার লোকজনের৷

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ABVP এর পক্ষ থেকে কোচবিহারে অতিরিক্ত জেলাশাসককে ডেপুটেশন প্রদান।



অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে আজ কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এসসি,এসটি ও ওবিসি শিক্ষার্থীদের স্কলারশিপ,হোস্টেল ও শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা সহ 11দফা দাবীসমূহ পেস করা হয়।
এছাড়া কুচবিহার জেলার ঘোকসাডাঙা কলেজে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তাদের উপরে টিএমসিপির হামলা ও টিএমসি আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের তান্ডবের বিরুদ্ধেও জেলা আধিকারিককে অভিযোগ জানানো হয়।



ABVP সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রক্রিয়া চলছে, এই ঘটনায় পুলিশের ভূমিকার বিরুদ্ধেও প্রবল ক্ষোভ উগরে দেন জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য।
উক্ত কার্যক্রমে জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার,সহ প্রমুখ দীপঙ্কর দে,নগর সম্পাদক চন্দ্রপ্রকাশ দাস সহ অন্যান্য জেলা কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাংঢিংগুড়িতে কন্যাশ্রী ক্লাব অরনীর পক্ষ থেকে মশা বিরোধী মিছিল।

06/09/2018 ঢাংঢিংগুড়ি,কোচবিহার।
কুচবিহারের ঢাংঢিংগুড়ি অঞ্চলে ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী ক্লাব "অরণী" এর ব্যবস্থাপনায় আজ ঢাংঢিংগুড়িতে মশা বাহিত রোগ জীবাণুর বিরুদ্ধে সচেতনতা মূলক একটি মিছিল বের হয়।এই মিছিল স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার এলাকা পরিক্রমা করে।
মশাবাহিত বিভিন্ন রোগ জীবানু থেকে সাধারন মানুষ কিভাবে বাঁচতে পারবে সেই সম্পর্কে বিভিন্ন স্লোগান তোলে বিদ্যালয়ের কন্যাশ্রীরা।
বিদ্যালয়ের শিক্ষক গৌরব দত্ত মহাশয় জানান যে বর্তমানে বর্ষাকালে মশা বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে সেই সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এই সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়।অনেক ছাত্রী এবং শিক্ষকরা এই মিছিলে অংশগ্রহণ করেন।

Wednesday 5 September 2018

বহিরাগতদের নিয়ে অনুষ্ঠান,শিক্ষকদের অপমান করে তৃণমূল ছাত্র পরিষদ এবং সংঘর্ষে আহত হয় ABVP এর সমর্থকরা-অভিযোগ ABVP এর।

শিক্ষক দিবসের দিনে অনুষ্ঠান চলা কালীন কলেজ চত্তরে আসতে পারবেনা বহিরাগতরা ,এমনকি অনুষ্টান চলা কালীন কোনও দলীয় পতাকা লাগানো চলবে না ,এমন নির্দেশ অমান্য করে তৃণমূল ছাত্র পরিষদ দলীয় ব্যনার লাগিয়ে বহিরাগত দের নিয়ে আসে ৷ কলেজ কতৃপক্ষ বাধা দিলে পরিণাম হয় অন্যরকম ,অকথ্য ভাষায় গালি গালাজ সহ আটকে রাখা হয় শিক্ষকদের ,কলজের অন্য ছাত্র সংগঠন ABVP এর প্রতিবাদে করায় শুরু হয় হাতাহাতি ৷ এমন অভিযোগ উঠে তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে ৷ সূত্রে জানা যায়
মেখলিগঞ্জ  কলেজের শিক্ষক দিবস অনুষ্টান চলা কালীন তৃণমূল ছাত্র পরিষদ এর বহিরাগত ছাত্ররা দলীয় ফ্লাগ লাগিয়ে অনুষ্ঠান পরিচালনা করলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয় ৷এরপর ,তৃণমূল ছাত্র সংগঠন কলেজের শিক্ষকদের আটকে রাখে ,ওই সময় আরএসএস এর
ছাত্র সংগঠন ABVP প্রতিবাদ করায়  তৃণমূল ছাত্র পরিষদ সাথে  শুরু হয় হাতাহাতি ৷আহত হন ABVP এর পাচজন ,এদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কলেজ কর্তৃপক্ষ  পুলিশকে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে  ৷   অভিযোগ তৃনমূল ছাত্র পরিষদ এর ছাত্ররা মারধোর করে ছাত্র সংগঠন ABVP ছাত্র সংগঠনের সংগঠনের সদেস্য দের৷  ABVP ছাত্র সংগঠনের পাচজন ছাত্র আহত হয় ৷ এদের মধ্য দুইজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসাহয় ৷তৃণমূল ছাত্র পরিষদ এর বিরূদ্ধে অভিযোগ দায়ের হয় মেখলিগঞ্জ  থানায় ৷অন্যদিকে ,কলেজ কতৃপক্ষ স্পট জানিয়ে দেন -কলেজে এমন মহান দিনে যাতে কোন প্রকার বহিরাগত প্রবেশ সহ কোন দলীয় বিষয় সেখানে না থাকে ,কিন্তু কলেজের নিজস্ব নির্দেশ অমান্য করে বলে অভিযোগ জানান  হয় ৷ সূত্রে ,খবর ,আগামী কাল মেখলিগঞ্জ কলেজের দুই ছাত্র সংগঠনকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা আলোচনা করেন।

তৃণমূলে যাওয়া পঞ্চায়েত সদস্যের আবার বিজেপিতে ঘর ওয়াপসি।

জগতবল্লভপুরের পোলগুস্তিয়ায় এক জনসভায় তৃণমূলের হাওড়া সদরের সভাপতি অরূপ রায়ের হাত ধরে বিজেপির ৪ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘন্টা পার না হতেই তৃণমূলে যোগ দেও
য়া বিজেপির ২ সদস্য পুনরায় বিজেপিতে যোগ দিল।মঙ্গলবার বিকালে বিজেপির হাওড়া গ্রামীন জেলা কার্যালয় মনসাতলায় ২ পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেয়।
জানা যাচ্ছে যে সোমবার বিকালে পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি সদস্য সনৎ রুইদাস, মামনি ভাদুড়ি,বাসুদেব পাল ও নন্দলাল পাছারি তৃণমূলে যোগ দেয় বলে তৃণমূল নেতৃত্বের দাবি। যদিও মঙ্গলবার বাসুদেব পাল দাবি করেন নিজে এবং পরিবারের নিরাপত্তার তাগিদে বিজেপিতে যোগ দিয়েছিলাম। অন্যদিকে নন্দলাল পাছারির অভিযোগ তিনি সোমবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমনকি তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিও তার অজানা।
এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীন জেলা সভাপতি অনুপম মল্লিকের অভিযোগ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে শাসক দল এই নোংরা খেলায় মেতেছে। যদিও বিজেপির জয়ী সদস্যদের এইভাবে জোর করে দলে যোগ দেওয়ানো যাবেনা।
বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক গুলশন মল্লিক জানান, তৃণমূল থেকে পুনরায় বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে কোনভাবেই বিজেপি পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে দলে নিয়ে আসা হয়নি তারা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছে।