Saturday, 22 September 2018

ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে ABVP এর বিক্ষোভ প্রদর্শন।




ইসলামপুরের দাড়ি ভিট উচ্চ বিদ্যালয় পুলিশের গুলি চালনা এবং তাতে নিহত রাজেশ ও তাপস এর বিচারের দাবিতে কুচবিহার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ।
পুন্ডিবাড়ী ইউনিভারসিটি সংলগ্ন অঞ্চলে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তারা 1 ঘন্টা পথ অবরোধ করেন।

এছাড়াও দুপুরের দিকে ডাউয়াগুরি বাজারে আরেকটি অবরোধও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
মদনমোহন বাড়ি থেকে সন্ধ্যা বেলা বিদ্যার্থী পরিষদ এর একটি মশাল মিছিল বের হয়।

মশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সাগরদিঘী সংলগ্ন শহীদবাগ এর সামনে।
সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার একটি প্রেস বিবৃতি দেন তিনি দাবি করেন এই সরকার বাংলা ভুলে পশ্চিমবঙ্গে উর্দু প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে,যদি রাজেশ এবং তাপস হত্যার সঠিক বিচার না হয় তবে তার দায় নিয়ে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে ।
না হলে পরবর্তীতে এবিভিপি বৃহত্তর আন্দোলনে শামিল হবে।

No comments:

Post a Comment