Tuesday 21 April 2020

কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবিভিপির অনলাইন ক্লাসে নিযুক্ত শিক্ষকদের শিক্ষাদানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠলো।


অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করে দাবি করা হয় যে তারা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে অনলাইন ক্লাস চালু করেছিলেন তাতে বাধা দিচ্ছে জেলা প্রশাসন।
বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন তারা যে সমস্ত শিক্ষকদের এই ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সমস্ত শিক্ষকদেরকে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করে এই ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

অহেতুক হয়রানি করে অনলাইন ক্লাস বন্ধ করার পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে তিনি মনে করেন। লকডাউন পরিস্থিতিতে ছাত্রদের স্বার্থে অনলাইন ক্লাস প্রশাসন বলপূর্বক বন্ধ করতে পারে এটি তারা ধারণা করতে পারেননি।
এই ধরনের ন্যক্কারজনক ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
অন্যদিকে এই ক্লাসে অংশগ্রহণকারী বিশিষ্ট শিক্ষক সুমন কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক চাপের কথা স্বীকার করে নেন, তিনি এও জানান এই ক্লাস নিতে তিনি যথেষ্ট আগ্রহী তাই ডি.আই ম্যাডামের কথা মতন তিনি অনুমতির জন্য লিখিত দরখাস্ত করেছেন।

শিক্ষাদানে প্রশাসন বাধা দিতে পারে এই ধরনের অভূতপূর্ব ঘটনায় কোচবিহার জেলার রাজনীতি ও শিক্ষা সমাজে চরম শোরগোল সৃষ্টি হয়েছে।

Tuesday 14 April 2020

নববর্ষের সকালে কোচবিহারে মরিচ বাড়ির ঝরে ক্ষতিগ্রস্তদের পাশে এবিভিপি


নববর্ষের সকালে কোচবিহার জেলার ঘূর্ণিঝড় কবলিত অঞ্চল মরিচ বাড়ির অসহায় মানুষদের পাশে এসে দাড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা সমিতির পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি দল মরিচ বাড়ির ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে যায়।
সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ সাংগঠনিক রাজ্যের সহ-সভাপতি অর্ণব দত্ত ভৌমিক জানান যে সরকারি সাহায্য সঠিকভাবে প্রদান করা হচ্ছে না,অসহায় পরিবারগুলি ত্রিপল এর নিচে রাত্রি যাপন করছে, অভিভাবকরা শিশুদের মুখে প্রয়োজনীয় খাবার পর্যন্ত তুলে দিতে পারছেন না।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার এই পরিবারগুলিকে সাহায্য করতে পুরোপুরি ব্যর্থ।
তারা এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে 40 টি পরিবারকে আজ চাল,ডাল,আটা চিড়া-গুড়,তেল ইত্যাদি সামগ্রী দিয়ে সাহায্য করা হয়।
উত্তরবঙ্গ প্রান্ত SFS প্রমুখ দীপঙ্কর দে জানান শিশুরা যেহেতু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাই তাদেরকে বেবি ফুড পৌঁছে দেওয়ারও একটি পরিকল্পনা কয়েকদিনের মধ্যেই গ্রহন করা হবে।
এছাড়াও এই দলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার ও জেলা সহ সংযোজক শুভঙ্কর চন্দ প্রমুখ।

Monday 13 April 2020

রক্তের সংকট মেটাতে কর্মসূচি গ্রহণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

নিজস্ব সংবাদ দাতা:
১৩ই এপ্রিল,২০২০
কোচবিহার।
করোনার জন্য উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে।
এই রকম পরিস্থিতিতে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের পর্যাপ্ত যোগান বজায় রাখার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের "স্টুডেন্ট ফর সেবা" আয়ামের পক্ষ থেকে সপ্তাহব্যাপী  রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


যেহেতু করোনা সংক্রমণের আশঙ্কার জন্য এই সময়ে সংগঠনের পক্ষ থেকে শিবির করে রক্তদান সম্ভব নয় তার জন্য প্রতিটি শাখার কার্যকর্তারা তাদের পার্শ্ববর্তী ব্লাডব্যাংক গুলিতে সরকারি নিয়ম মেনে রক্তদান কর্মসূচি শুরু করেছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত "স্টুডেন্ট ফর সেবা" প্রমুখ দীপংকর দে জানান গত ৯ই এপ্রিল থেকে সমগ্র উত্তরবঙ্গের সাথে সাথে কোচবিহার জেলাতেও এই কর্মসূচি শুরু হয়েছে।


কোচবিহার সদর,দিনহাটা, পুন্ডিবাড়ি,ঘুঘুমারি,বক্সির হাট সহ অনেক জায়গায় কার্যকর্তারা রক্তদানে সামিল হয়েছেন।
পুরো জেলা জুড়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অন্তত পক্ষে ১৫০ জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।