Monday 13 April 2020

রক্তের সংকট মেটাতে কর্মসূচি গ্রহণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

নিজস্ব সংবাদ দাতা:
১৩ই এপ্রিল,২০২০
কোচবিহার।
করোনার জন্য উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে।
এই রকম পরিস্থিতিতে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের পর্যাপ্ত যোগান বজায় রাখার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের "স্টুডেন্ট ফর সেবা" আয়ামের পক্ষ থেকে সপ্তাহব্যাপী  রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


যেহেতু করোনা সংক্রমণের আশঙ্কার জন্য এই সময়ে সংগঠনের পক্ষ থেকে শিবির করে রক্তদান সম্ভব নয় তার জন্য প্রতিটি শাখার কার্যকর্তারা তাদের পার্শ্ববর্তী ব্লাডব্যাংক গুলিতে সরকারি নিয়ম মেনে রক্তদান কর্মসূচি শুরু করেছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত "স্টুডেন্ট ফর সেবা" প্রমুখ দীপংকর দে জানান গত ৯ই এপ্রিল থেকে সমগ্র উত্তরবঙ্গের সাথে সাথে কোচবিহার জেলাতেও এই কর্মসূচি শুরু হয়েছে।


কোচবিহার সদর,দিনহাটা, পুন্ডিবাড়ি,ঘুঘুমারি,বক্সির হাট সহ অনেক জায়গায় কার্যকর্তারা রক্তদানে সামিল হয়েছেন।
পুরো জেলা জুড়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অন্তত পক্ষে ১৫০ জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment