Tuesday, 14 April 2020

নববর্ষের সকালে কোচবিহারে মরিচ বাড়ির ঝরে ক্ষতিগ্রস্তদের পাশে এবিভিপি


নববর্ষের সকালে কোচবিহার জেলার ঘূর্ণিঝড় কবলিত অঞ্চল মরিচ বাড়ির অসহায় মানুষদের পাশে এসে দাড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোচবিহার জেলা সমিতির পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি দল মরিচ বাড়ির ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে যায়।
সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ সাংগঠনিক রাজ্যের সহ-সভাপতি অর্ণব দত্ত ভৌমিক জানান যে সরকারি সাহায্য সঠিকভাবে প্রদান করা হচ্ছে না,অসহায় পরিবারগুলি ত্রিপল এর নিচে রাত্রি যাপন করছে, অভিভাবকরা শিশুদের মুখে প্রয়োজনীয় খাবার পর্যন্ত তুলে দিতে পারছেন না।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার এই পরিবারগুলিকে সাহায্য করতে পুরোপুরি ব্যর্থ।
তারা এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে 40 টি পরিবারকে আজ চাল,ডাল,আটা চিড়া-গুড়,তেল ইত্যাদি সামগ্রী দিয়ে সাহায্য করা হয়।
উত্তরবঙ্গ প্রান্ত SFS প্রমুখ দীপঙ্কর দে জানান শিশুরা যেহেতু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাই তাদেরকে বেবি ফুড পৌঁছে দেওয়ারও একটি পরিকল্পনা কয়েকদিনের মধ্যেই গ্রহন করা হবে।
এছাড়াও এই দলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার ও জেলা সহ সংযোজক শুভঙ্কর চন্দ প্রমুখ।

No comments:

Post a Comment