Wednesday, 12 September 2018

সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গে।



ভূমিকম্পে কেঁপে উঠল কোচবিহার সহ গোটা রাজ্য। দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ কম্পনের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷  আতঙ্কে কান্নাকাটি শুরু করে ছোট ছোট বাচ্চারা।

আজ সকাল ১০.২৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে। শুধু বাংলা নয় ভূমিকম্প অনুভূত হয়েছে অসম, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের  উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার গভীরে ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

No comments:

Post a Comment