অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে আজ কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এসসি,এসটি ও ওবিসি শিক্ষার্থীদের স্কলারশিপ,হোস্টেল ও শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা সহ 11দফা দাবীসমূহ পেস করা হয়।
এছাড়া কুচবিহার জেলার ঘোকসাডাঙা কলেজে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তাদের উপরে টিএমসিপির হামলা ও টিএমসি আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের তান্ডবের বিরুদ্ধেও জেলা আধিকারিককে অভিযোগ জানানো হয়।
ABVP সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রক্রিয়া চলছে, এই ঘটনায় পুলিশের ভূমিকার বিরুদ্ধেও প্রবল ক্ষোভ উগরে দেন জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য।
উক্ত কার্যক্রমে জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার,সহ প্রমুখ দীপঙ্কর দে,নগর সম্পাদক চন্দ্রপ্রকাশ দাস সহ অন্যান্য জেলা কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment