Wednesday 5 September 2018

বহিরাগতদের নিয়ে অনুষ্ঠান,শিক্ষকদের অপমান করে তৃণমূল ছাত্র পরিষদ এবং সংঘর্ষে আহত হয় ABVP এর সমর্থকরা-অভিযোগ ABVP এর।

শিক্ষক দিবসের দিনে অনুষ্ঠান চলা কালীন কলেজ চত্তরে আসতে পারবেনা বহিরাগতরা ,এমনকি অনুষ্টান চলা কালীন কোনও দলীয় পতাকা লাগানো চলবে না ,এমন নির্দেশ অমান্য করে তৃণমূল ছাত্র পরিষদ দলীয় ব্যনার লাগিয়ে বহিরাগত দের নিয়ে আসে ৷ কলেজ কতৃপক্ষ বাধা দিলে পরিণাম হয় অন্যরকম ,অকথ্য ভাষায় গালি গালাজ সহ আটকে রাখা হয় শিক্ষকদের ,কলজের অন্য ছাত্র সংগঠন ABVP এর প্রতিবাদে করায় শুরু হয় হাতাহাতি ৷ এমন অভিযোগ উঠে তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে ৷ সূত্রে জানা যায়
মেখলিগঞ্জ  কলেজের শিক্ষক দিবস অনুষ্টান চলা কালীন তৃণমূল ছাত্র পরিষদ এর বহিরাগত ছাত্ররা দলীয় ফ্লাগ লাগিয়ে অনুষ্ঠান পরিচালনা করলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয় ৷এরপর ,তৃণমূল ছাত্র সংগঠন কলেজের শিক্ষকদের আটকে রাখে ,ওই সময় আরএসএস এর
ছাত্র সংগঠন ABVP প্রতিবাদ করায়  তৃণমূল ছাত্র পরিষদ সাথে  শুরু হয় হাতাহাতি ৷আহত হন ABVP এর পাচজন ,এদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কলেজ কর্তৃপক্ষ  পুলিশকে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে  ৷   অভিযোগ তৃনমূল ছাত্র পরিষদ এর ছাত্ররা মারধোর করে ছাত্র সংগঠন ABVP ছাত্র সংগঠনের সংগঠনের সদেস্য দের৷  ABVP ছাত্র সংগঠনের পাচজন ছাত্র আহত হয় ৷ এদের মধ্য দুইজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসাহয় ৷তৃণমূল ছাত্র পরিষদ এর বিরূদ্ধে অভিযোগ দায়ের হয় মেখলিগঞ্জ  থানায় ৷অন্যদিকে ,কলেজ কতৃপক্ষ স্পট জানিয়ে দেন -কলেজে এমন মহান দিনে যাতে কোন প্রকার বহিরাগত প্রবেশ সহ কোন দলীয় বিষয় সেখানে না থাকে ,কিন্তু কলেজের নিজস্ব নির্দেশ অমান্য করে বলে অভিযোগ জানান  হয় ৷ সূত্রে ,খবর ,আগামী কাল মেখলিগঞ্জ কলেজের দুই ছাত্র সংগঠনকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা আলোচনা করেন।

No comments:

Post a Comment