Sunday 29 October 2017

বিভিন্ন জলপ্রপাত সম্পর্কে জানুন।

১) অথিরাপপিল্লী জলপ্রপাত — কেরালা — ২৫ মিটার — চালাকুড়ি নদী।
২) বরকনা জলপ্রপাত — কর্নাটক — ২৫৯ মিটার — সীতা নদী।
৩) বাহুতি জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ১৪২ মিটার — ওদ্দা নদী।
৪) চাচাই জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ১৩০ মিটার — বিহাড় নদী।
৫) চিত্রকূট জলপ্রপাত — ছত্তিশগড় — ২৯ মিটার — ইন্দ্রাবতী নদী।
৬) ধুঁয়াধার জলপ্রপাত — মধ্যপ্রদেশ — ৩০ মিটার — নর্মদা নদী।
৭) দুধসাগর জলপ্রপাত — গোয়া & কর্নাটক — ৩১০ মিটার — মান্ডবী নদী।
৮) দশম জলপ্রপাত — ঝাড়খন্ড — ৪৪ মিটার — কাঞ্চি নদী।
৯) ইথিপোথালা জলপ্রপাত — অন্ধ্রপ্রদেশ — ২১ মিটার — চন্দ্রবঙ্কা নদী।
১০) গোকাক জলপ্রপাত — কর্ণাটক — ৫২ মিটার — ঘাটপ্রভা নদী।
১১) হোগেনাক্কাল জলপ্রপাত — তামিলনাড়ু — ২০ মিটার — কাবেরী নদী।
১২) হুড্রু জলপ্রপাত — ঝাড়খন্ড — ৯৮ মিটার — সুবর্ণরেখা নদী।
১৩) যোগ/গেরসোপ্পা জলপ্রপাত — কর্নাটক — ২৫৩ মিটার — শরাবতী নদী।
১৪) জোনহা জলপ্রপাত — ঝাড়খন্ড — ৪৩ মিটার — গুঙ্গা নদী।
১৫) কাঞ্চিকুল জলপ্রপাত — কর্নাটক — ৪৫৫ মিটার — ভারহি নদী।
১৬) কুনে জলপ্রপাত — মহারাষ্ট্র — ২০০ মিটার —
১৭) লোধ/বুরহাঘাট জলপ্রপাত — ঝাড়খন্ড — ১৪৩ মিটার — বুরহা নদী।
১৮) মাগোদ জলপ্রপাত — কর্নাটক — ২০০ মিটার — বেদতি নদী।
১৯) মিনমুট্টি জলপ্রপাত — কেরালা — ৩০০ মিটার —
২০) নোহ্কালিকাই জলপ্রপাত — মেঘালয় — ৩৪০ মিটার —
২১) নোহ্সনগিথিয়াং জলপ্রপাত — মেঘালয় — ৩১৫ মিটার —
২২) শিবসমুদ্রম জলপ্রপাত — কর্নাটক — ৯৮ মিটার — কাবেরী নদী।
২৩) থালাইয়ার জলপ্রপাত — তামিলনাড়ু — ২৯৭ মিটার — মঞ্জালর নদী।
২৪) থোসেঘর জলপ্রপাত — মহারাষ্ট্র — ৩৫০ মিটার — **
২৫) তীরথগড় জলপ্রপাত — ছত্তিশগড় — ৯১ মিটার — কাঙ্গের নদী।
২৬) উনচল্লি জলপ্রপাত — কর্নাটক — ১১৬ মিটার — আগহনাসিনি নদী।
২৭) ভাজরাই জলপ্রপাত — মহারাষ্ট্র — ২৬০ মিটার — উর্মোদি নদী।
২৮) ভাঝাচল জলপ্রপাত — কেরালা — ১২০ মিটার — চালাকুড়ি নদী।
২৯) ভানতাওয়াং জলপ্রপাত — মিজোরাম — ২৩০ মিটার — লাউ নদী।
৩০) বসুধারা জলপ্রপাত — উত্তরাখন্ড — ১২২

No comments:

Post a Comment